যে বেশী জড়ায়
সরে যাবার সময়
সবচেয়ে দুরে যায় সে।
সোনা রঙ সকালের
প্রথম আলোয়
যে ফুলের মধু মাখা ঘ্রান
বাতাসে ছড়ায়,
বেলা ফুরিয়ে গেলে
আস্তাকুড়ের খোঁজে
খোলা জানালায়
পড়ে থাকে সে;
কোন কোন মানুষের মত
অনেক আপন থেকে
অনেক দুরের।
গোধূলীর ছায়া ঘেরা
বিকেলে যে নদীর
বুকে প্লাবন জাগে,
মমতার সন্ধ্যায়
হিংস্র বেড়াল চোখে
ঢেউগুলো হারাবার পর
যতদুর দৃষ্টি যায়
শুধু ধু ধু বালুচর
তার ভুলে যাওয়া ভরাট বাকেঁ;
কোন কোন অতীতের মত
আজীবন চোখের তারায়।
যে বেশী জড়ায়
সরে যাবার সময়
সবচেয়ে দুরে যায় সে।
precise*
LikeLiked by 1 person
Wow. Amazingly written.
LikeLiked by 1 person
Even more Wow! You read Bangla!!
LikeLike
I am bengali, sileti to be more precious. I can’t write it though, except for few simple words like kak, mala, raat , words any 1st grade bengali medium student can write!
LikeLiked by 1 person
don’t worry! I am not even a 1st grader when it comes to Bangla. I’m in and from Dhaka. This poem was inspired by and written in compliment to a popular song, দুরবীনে চোখ রাখব না… I hope you have heard the song
LikeLiked by 1 person
amake amar moto thakte dao, anupam roy?
LikeLiked by 1 person
exactly! I forgot the singer’s name!
LikeLiked by 1 person
That’s one of my favorite songs. i didn’t know his songs are famous outside India as well.
LikeLiked by 1 person
a great many Indian songs are my favorite! Have you heard “নীল রঙ ছিল ভীষণ প্রিয়” it is also by an Indian, Rupm or Pritom, I forgot… one of my all time favorites!
LikeLiked by 1 person
Yes, it’s by Rupam. oshadaron.
LikeLiked by 1 person
indeed!
LikeLiked by 1 person